Wellcome to National Portal
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd ফেব্রুয়ারি ২০২৩

বিআরটিসি মেরামত কারখানা

 

সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানা, গাজীপুরঃ

সমন্বিত মেরামত কারখানা, গাজীপুর এর কার্যক্রম চালুকরণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিজস্ব ব্যবস্থাপনায় ভারী মেরামত কাজের জন্য বিআরটিসিতে ০২টি কারখানা রয়েছে। গত ২০১২ তারিখ হতে দীর্ঘদিন যাবত সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানা, গাজীপুর এর মেরামত কাযক্রম বন্ধ রয়েছে। বিআরটিসির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব) বর্ণিত মেরামত কারখানার ভারী মেরামত কার্যক্রম চালু করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার আলোকে বিভিন্ন ডিপো হতে সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় দক্ষ কারিগর বদলী করা হয়। ভারী মেরামত কাজ জরুরী ভিত্তিতে চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়সহ অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ২৫/০৬/২০২১ তারিখ হতে এ মেরামত কারখানার কার্যক্রম চালু করা হয়েছে। আধুনিক মেশিনারিজ ব্যবহারের মাধ্যমে ভারী মেরামতের জন্য গাজীপুর (ICWS) আইসিডব্লিউএস কারখানায় প্রতিমাসে স্বল্প খরচে মানসম্মত গাড়ীর ভারী মেরামত করা হচ্ছে

        

2023-01-08-09-08-7d8a12e085a0de85794a9c7b6c084005

মেজর মোহাম্মদ নিজাম উদ্দিন

ইউনিট প্রধান

আই সি ডব্লিউ এস, গাজীপুর

৪৭১১৯৫৪৩

০১৩২৪২৯৩৯০৭

 

কেন্দ্রীয় মেরামত কারখানা, তেজগাঁওঃ


তেজগাঁওস্থ কেন্দ্রীয় মেরামত কারাখানায় প্রধানত হালকা গাড়ী যেমন কার, জীপ, মাইক্রোবাস এবং অল্প সংখ্যক বাস, ট্রাক ইত্যাদি মানসম্মত মেরামত কাজ করা হয়ে থাকে। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের গাড়ীসহ বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের গাড়ীও এখানে মেরামত হচ্ছে। সরকারী গেজেট মোতাবেক ওয়ার্কশপকে সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের গাড়ী মেরামতের জন্য কোন টেন্ডারের প্রয়োজন হয় না বিধায় ক্যাপাসিটি অনুযায়ী গাড়ী পাওয়ায় সুনামের সাথে ওয়ার্কশপটির পূর্নাঙ্গ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। নিজেদের আয় থেকে ব্যয় মেটানের পর অপারেটিং সারপ্লাস অর্জিত হচ্ছে। 

2022-11-15-07-12-e9909304b97d880b093d423f7166e4d9

জনাব মোঃ শহিদুল ইসলাম

ইউনিট প্রধান

কেন্দ্রীয় মেরামত কারখানা (সিডব্লিউএস)

৯১১০৫১৭

০১৭১২২২৪০৩৮