কেন্দ্রীয় মেরামত কারখানা, তেজগাঁওঃ
জনাব শুকদেব ঢালী ডেপুটি জেনারেল ম্যানেজার তেজগাঁও ওয়ার্কশপ |
৯১১০৫১৭ |
০১৭১১-০৪১৩০৫ |
তেজগাঁওস্থ কেন্দ্রীয় মেরামত কারাখানায় প্রধানত হালকা গাড়ী যেমন কার, জীপ, মাইক্রোবাস এবং অল্প সংখ্যক বাস, ট্রাক ইত্যাদি মানসম্মত মেরামত কাজ করা হয়ে থাকে। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের গাড়ীসহ বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের গাড়ীও এখানে মেরামত হচ্ছে। সরকারী গেজেট মোতাবেক ওয়ার্কশপকে সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের গাড়ী মেরামতের জন্য কোন টেন্ডারের প্রয়োজন হয় না বিধায় ক্যাপাসিটি অনুযায়ী গাড়ী পাওয়ায় সুনামের সাথে ওয়ার্কশপটির পূর্নাঙ্গ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। নিজেদের আয় থেকে ব্যয় মেটানের পর অপারেটিং সারপ্লাস অর্জিত হচ্ছে।